নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর | Class 9 History First Chapter All Question Answer
 |
| ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা |
| অধ্যায়: |
ফরাসি বিপ্লবের কয়েকটি দিক |
| প্রশ্ন: |
ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো। |
১৭৮৯ খ্রিস্টাব্দের মাঝামাঝি রাজা ষোড়শ লুই স্টেটস জেনারেলের অধিবেশন ডাকলে বুর্জোয়ারা সেখানে তিন সম্প্রদায়ের একত্রে অধিবেশনে বসা এবং সদস্যদের মাথাপিছু ভোটের দাবি জানায়।বিপদগ্রস্ত রাজা বাধ্য হয়ে তা মেনে নিলেও খুব শীঘ্রই মূল্যবৃদ্ধি, খাদ্যাভাব প্রভৃতি ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণির লোকেরা বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে।ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ তৃতীয় শ্রেণির অন্যতম দরিদ্র নারীরা ফরাসি বিপ্লবে ব্যাপকভাবে অংশ নেয়। বাজারের সব্জি বিক্রেতা থেকে শুরু করে জেলেনি ও অন্যান্য ছোটোখাটো কাজে নিযুক্ত মহিলারা পর্যন্ত এই ঐতিহাসিক মিছিলে যোগদান করেছিলেন।
ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা :
খাদ্যাভাব : ১৭৮৯ খ্রিস্টাব্দের দ্বিতীয় ভাগে ফ্রান্সের গ্রামাঞ্চলে খাদ্যাভাব চরম আকার ধারণ করে। খাদ্যের দাবিতে প্যারিসে দাঙ্গা-হাঙ্গামা শুরু হয়। এই পরিস্থিতিতে খাদ্যের দাবিতে প্রায় ৬ হাজার মহিলা ৫ অক্টোবর প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে মিছিল করে ভার্সাই রাজপ্রাসাদ অভিযান করে। রুটি চাই’ধ্বনিতে মিছিল মুখরিত হয়। লাফায়েৎ-এর নেতৃত্বে জাতীয় রক্ষীবাহিনীর ২০ হাজার সদস্য এই মিছিল অনুসরণ করে এগোতে থাকে।
রাজতন্ত্রের শবযাত্রা : আন্দোলনকারী নারীরা ৬ অক্টোবর রাজপ্রাসাদের রক্ষীদের হত্যা করে এবং সমগ্র রাজপরিবারকে বন্দি করে প্যারিসে আসতে বাধ্য করে। একটি অতি সাধারণ ঘোড়ার গাড়িতে তাদের প্যারিসে আনার সময় বিপ্লবী জনগণের মুখে ধ্বনিত হয়েছিল— “আমরা রুটিওয়ালা, রুটিওয়ালার স্ত্রী ও পুত্রকে পেয়েছি— এবার আমরা রুটি পাবো।” (We have the baker and the baker's wife and the little cookboy - now we shall have bread) ।ঐতিহাসিক রাইকার এই ঘটনাকে ‘রাজতন্ত্রের শবযাত্রা' বলে অভিহিত করেছেন।
উপসংহার:
ফরাসি বিপ্লবে সেদেশের নারীরা তাদের সক্রিয়তার প্রমাণ দেয়—এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিপ্লবের মধ্যে দিয়ে তারা বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে করা, অবৈধ সন্তানের স্বীকৃতি লাভ, রাজনৈতিক ক্লাব গঠন প্রভৃতি বিভিন্ন অধিকার লাভ করে। মিছিলে যোগদানকারী বিপ্লবী নারীদের প্রধান দাবি ছিল সস্তায় রুটি সরবরাহ করা, বিপ্লবের তেরঙা পতাকার অবমাননাকারীদের শাস্তি দান করা প্রভৃতি ।
প্রথম অধ্যায়ের আরো কিছু প্রশ্ন:
Frequently Asked Questions
ফরাসি বিপ্লবের জননী বলা হয় কোন শহরকে?
প্যারিস শহরকে ফরাসি বিপ্লবের জননী বলা হয়।
নারীদের অধিকারের ঘোষণাপত্র কে প্রকাশ করেছিলেন?
অলিম্পে ডি গোজেস নারীদের অধিকারের ঘোষণাপত্র প্রকাশ করেছিলেন।
ফরাসি বিপ্লবের শিশু কে?
নেপোলিয়ন কে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়।
ফরাসি বিপ্লবের মূল তিনটি নীতি কি কি?
ফরাসি বিপ্লবের মূল তিনটি নীতি ছিল "স্বাধীনতা, সাম্য ও মৈত্রী"।